আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “সবাই বলে মা নাকি ঐ মেঘের দেশে থাকে” এর লিরিক্স দেওয়া হলো।
সবাই বলে মা নাকি ঐ মেঘের দেশে থাকে - ইসলামী সঙ্গীত লিরিক্স
সবাই বলে মা নাকি
ঐ মেঘের দেশে থাকে,
ও মেঘেরা দাওনা ডেকে
একটু আমার মাকে।
আর কতদিন মা কে ছেড়ে
একলা বল থাকি
মা আসেনা দেয় না সাড়া
মা কে এত ডাকি।
মায়ের মত এখন তো আর
কেউ করেনা আদর
কি বা এমন দোষ করিযে
সবাই বলে বাঁদর।
ঐ মেঘের দেশে থাকে,
ও মেঘেরা দাওনা ডেকে
একটু আমার মাকে।
আর কতদিন মা কে ছেড়ে
একলা বল থাকি
মা আসেনা দেয় না সাড়া
মা কে এত ডাকি।
মায়ের মত এখন তো আর
কেউ করেনা আদর
কি বা এমন দোষ করিযে
সবাই বলে বাঁদর।
আশা করি আপনারা আপনাদের প্রিয় “সবাই বলে মা নাকি ঐ মেঘের দেশে থাকে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স