আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “ভুবন ভেদিয়া গগন ছেদিয়া” এর লিরিক্স দেওয়া হলো।
ভুবন ভেদিয়া গগন ছেদিয়া - ইসলামী সঙ্গীত লিরিক্স
ভুবন ভেদিয়া গগন ছেদিয়া
হৃদয়ের হাহাকার
আজি বার বার চাহে পৌঁছিবার
দরবারে বিধাতার।।
ওগো মেঘমালা সরিয়া দাঁড়াও
আরশে আলার পথ ছেড়ে দাও
পৌছিতে দাও হুজুরে খোদার
ফরিয়াদ বেদনার ।।
শোন শোন ওগো প্রাতঃ সমীরণ
পৌঁছাও গিয়া এই নিবেদন
আয় খোদ আজি পালটিয়ে দাও
গতি যুগ জমানার।।
জরজর তনু আঘাতে আঘাতে
শক্তি নাহিক হায়
ভাঙ্গা দিল আজি দরবারে তব
ব্যথার এলাজ চায়
সারা দুনিয়ায় খেয়ে খেয়ে মার
সব দ্বার হতে পেয়ে ধিক্কার
অবশেষে তব পাক দরবারে
আসিয়াছি পরোয়ার
যদিও ভুলেছি মোদেরে তবুও
ভুলিও না গাফফার।।
যদিও গুনাহে জিল্লত মাঝে
ডুবে আছি দিন রাত
তবু যে আমরা তব প্রিয়তম
নবীজীর উম্মত
যদি নাহি রাখ মান আমাদের
গাহিবে বুতেরা, বলিবে কাফের
নাই- নাই খোদা মুসলিমদের
ফরিয়াদ শুনিবার।।
- মুহাম্মদ রুহুল আমীন খান-
হৃদয়ের হাহাকার
আজি বার বার চাহে পৌঁছিবার
দরবারে বিধাতার।।
ওগো মেঘমালা সরিয়া দাঁড়াও
আরশে আলার পথ ছেড়ে দাও
পৌছিতে দাও হুজুরে খোদার
ফরিয়াদ বেদনার ।।
শোন শোন ওগো প্রাতঃ সমীরণ
পৌঁছাও গিয়া এই নিবেদন
আয় খোদ আজি পালটিয়ে দাও
গতি যুগ জমানার।।
জরজর তনু আঘাতে আঘাতে
শক্তি নাহিক হায়
ভাঙ্গা দিল আজি দরবারে তব
ব্যথার এলাজ চায়
সারা দুনিয়ায় খেয়ে খেয়ে মার
সব দ্বার হতে পেয়ে ধিক্কার
অবশেষে তব পাক দরবারে
আসিয়াছি পরোয়ার
যদিও ভুলেছি মোদেরে তবুও
ভুলিও না গাফফার।।
যদিও গুনাহে জিল্লত মাঝে
ডুবে আছি দিন রাত
তবু যে আমরা তব প্রিয়তম
নবীজীর উম্মত
যদি নাহি রাখ মান আমাদের
গাহিবে বুতেরা, বলিবে কাফের
নাই- নাই খোদা মুসলিমদের
ফরিয়াদ শুনিবার।।
- মুহাম্মদ রুহুল আমীন খান-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “ভুবন ভেদিয়া গগন ছেদিয়া” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স