আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “যে আল্লার কথা শোনে” এর লিরিক্স দেওয়া হলো।
যে আল্লার কথা শোনে - ইসলামী সঙ্গীত লিরিক্স
যে আল্লার কথা শোনে
তারি কথা শোনে লোকে।
আল্লার নূর যে দেখেছে
পথ পায় লোক তার আলোকে।।
যে আপনার হাত দেয় আল্লায়
জুলফিকারের তেজ সে পায়,
যার চোখে আছে খোদার জ্যোতি
রাত্রি পোহায় তারি চোখে।।
ভোগের তৃষ্ণা মিটেছে যার
খোদার প্রেমের শিরনী পেয়ে,
যায় বাদশা নবাব গোলাম হয়ে
সেই ফকিরের কাছে যেয়ে।।
আসে সেই কওমের ইমাম সেজে
কওমকে পেয়েছে যে,
তারি কাছে খোদার দেওয়া
শান্তি আছে দুঃখে- শোকে।।
-কাজী নজরুল ইসলাম-
তারি কথা শোনে লোকে।
আল্লার নূর যে দেখেছে
পথ পায় লোক তার আলোকে।।
যে আপনার হাত দেয় আল্লায়
জুলফিকারের তেজ সে পায়,
যার চোখে আছে খোদার জ্যোতি
রাত্রি পোহায় তারি চোখে।।
ভোগের তৃষ্ণা মিটেছে যার
খোদার প্রেমের শিরনী পেয়ে,
যায় বাদশা নবাব গোলাম হয়ে
সেই ফকিরের কাছে যেয়ে।।
আসে সেই কওমের ইমাম সেজে
কওমকে পেয়েছে যে,
তারি কাছে খোদার দেওয়া
শান্তি আছে দুঃখে- শোকে।।
-কাজী নজরুল ইসলাম-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “যে আল্লার কথা শোনে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স