আকাশের জোছনা খানি কার ইশারায় জ্বলতাছে - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “আকাশের জোছনা খানি কার ইশারায় জ্বলতাছে” এর লিরিক্স দেওয়া হলো।

আকাশের জোছনা খানি কার ইশারায় জ্বলতাছে - লিরিক্স

আকাশের জোছনা খানি কার ইশারায় জ্বলতাছে - ইসলামী সঙ্গীত লিরিক্স

আকাশের জোছনা খানি
কার ইশারায় জ্বলতাছে,
মাওলা ছাড়া কে জ্বালাবে
দেখা নয়ন জুড়তাছে।
আকাশের লক্ষ তারা
কার ইশারায় জ্বলতাছে,
মাওলা ছাড়া কে জ্বালাবে
দেখা পরাণ ভরতাছে।
আঁধারের ঘুম ভাঙ্গায়ে
প্রভাতের সুরুজ খানি,
আলোময় করতাছে ভাই
খোদারি এই ধরনী ।
বলতো কার ইশারায়
সুরুজ খানি উঠতাছে,
মাওলার ইশারায় সুরুজ
উঠতাছে আর ডুবতাছে।
লক্ষ লক্ষ বৃক্ষ শাখে
ফুটতাছে কলি,
সুবাসিত করতাছে ভাই
পরানের অলি-গলি ।
বলতো কার ইশারায়
এমন কলি ফুটতাছে,
মাওলার ইশারায় কলি
ফুটতাছে আর ঝরতাছে।

কথা ও সুরঃ লিটন হাফিজ

আশা করি আপনারা আপনাদের প্রিয় আকাশের জোছনা খানি কার ইশারায় জ্বলতাছে লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন