MrJazsohanisharma

একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়” এর লিরিক্স দেওয়া হলো।

একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় - লিরিক্স

একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় - ইসলামী সঙ্গীত লিরিক্স

একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।
পিদিম জ্বালা সাঁঝের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে
মধুর মধুর মায়ের কথায়
প্রান জুড়িয়ে যায়।।
ফসল ভরা স্বপ্নেঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।

- গাজী মাজহারুল আনোয়ার-

আশা করি আপনারা আপনাদের প্রিয় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন