এই যে আকাশ এই যে বাতাস - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “এই যে আকাশ এই যে বাতাস” এর লিরিক্স দেওয়া হলো।

এই যে আকাশ এই যে বাতাস - লিরিক্স

এই যে আকাশ এই যে বাতাস - ইসলামী সঙ্গীত লিরিক্স

এই যে আকাশ এই যে বাতাস
যমীন ভরা ধান
এই যে সাগর এই যে পাহাড়
ঝর্ণা বহমান
সবই তোমার শান হে আল্লাহ মহান।।
এই যে চন্দ্র এই যে তারা
জাগছে নভে তন্দ্রাহারা
এই যে রবি এই যে শশী
সদাই জ্বলমান
সবই তোমার শান হে আল্লাহ মহান।।
এই যে কুসুম চারিধারে
নুইয়ে পড়ে মধুর ভারে
এই যে কানন শ্যামল শোভন
বৃক্ষ ফলবান
সবই তোমার শান হে আল্লাহ মহান।।
এই যে আমার কাজল মাটি
সে যে সুখের শীতল পাটি
এই যে হাওর এই যে বাওর
ঢেউ- এর কলতান
সবই তোমার শান হে আল্লাহ মহান।।

-আবদুল লতিফ-

আশা করি আপনারা আপনাদের প্রিয় এই যে আকাশ এই যে বাতাস লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন