গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে” এর লিরিক্স দেওয়া হলো।

গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে - লিরিক্স

গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে - ইসলামী সঙ্গীত লিরিক্স

গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে
ভোরের পাখিরা গাহে দিবসেরই গান।
আধারেঁর পরে আসে মুগ্ধ সকাল
ঝঞ্ঝা ঝড়ের শেষে দৃঢ় মন বিশ্বাসে
গড়ে ওঠে জনপথ নবচেতনায়।
গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে
ভোরের পাখিরা গাহে দিবসেরই গান।
অমারাত্রি শেষে পূর্ণিমা চাঁদ হাসে
ভোরে ওঠে জোসনায় কানায় কানায়।
ফাগুন ফুলেরা সুখ গন্ধ বিলায়।
গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে
ভোরের পাখিরা গাহে দিবসেরই গান।
আঁধারের পরে আসে মুগ্ধ সকাল।

আশা করি আপনারা আপনাদের প্রিয় গভীর রাত্রি শেষে আলোর প্রভাত আসে লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন