আজ জোছনা রাতে - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “আজ জোছনা রাতে” এর লিরিক্স দেওয়া হলো।

আজ জোছনা রাতে - লিরিক্স

আজ জোছনা রাতে - ইসলামী সঙ্গীত লিরিক্স

আজ জোছনা রাতে
আজ জোছনা রাতে তারার মেলা
জোনাকি আলো কথা কয়
আর আমার মনের মাঝে
তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝিরিঝির
মন চায় পরে থাকি সিজদায় নত করে শির
প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।
চাঁদিমার লোকচুরি শুভ্র মেঘের আড়ালে
এ কেমন সুখ বল আঁধারের অন্তরালে
কামিনির সুরভিতে এ লগন হয় মোহময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।

শিল্পীঃ মশিউর রহমান
এ্যলবামঃ সুরে বাঁধা প্রাণ
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

আশা করি আপনারা আপনাদের প্রিয় আজ জোছনা রাতে লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন