আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “বল তো কার ইশারায়” এর লিরিক্স দেওয়া হলো।
বল তো কার ইশারায় - ইসলামী সঙ্গীত লিরিক্স
বলতো কার ইশারায়
গোলাপ তার গন্ধ বিলায়
বলতো কার ইশারায়
মেঘের পাহাড় বৃষ্টি ঝরায়
এই দুনিয়ায়...এই দুনিয়ায়...
বলতো কার ইশারায় হাসে চাঁদ আকাশে
জোনাকি দেয় যে আলো মায়াবী আবেশে x2
সে কথা ভেবে ভেবে মন আমার যায় হারিয়ে
দূর অজানায়...দুর অজানায়...
বলতো কার ইশারায় সাগর জলধি
দোলে উঠে জোয়ার ভাটায় নিরবধি
বলতো কার ইশারায় রাসুল মরু সাহারায়
কোরানের আলো নিয়ে আঁধারের আঙ্গিনায়
কার এমন সৃষ্টি বলো এ জীবন ধন্য হলো
যার উসিলায়......যার উসিলায়......
গোলাপ তার গন্ধ বিলায়
বলতো কার ইশারায়
মেঘের পাহাড় বৃষ্টি ঝরায়
এই দুনিয়ায়...এই দুনিয়ায়...
বলতো কার ইশারায় হাসে চাঁদ আকাশে
জোনাকি দেয় যে আলো মায়াবী আবেশে x2
সে কথা ভেবে ভেবে মন আমার যায় হারিয়ে
দূর অজানায়...দুর অজানায়...
বলতো কার ইশারায় সাগর জলধি
দোলে উঠে জোয়ার ভাটায় নিরবধি
বলতো কার ইশারায় রাসুল মরু সাহারায়
কোরানের আলো নিয়ে আঁধারের আঙ্গিনায়
কার এমন সৃষ্টি বলো এ জীবন ধন্য হলো
যার উসিলায়......যার উসিলায়......
আশা করি আপনারা আপনাদের প্রিয় “বল তো কার ইশারায়” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স