আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “কালেমা শাহাদাতে আছে” এর লিরিক্স দেওয়া হলো।
কালেমা শাহাদাতে আছে - ইসলামী সঙ্গীত লিরিক্স
কালেমা শাহাদাতে আছে
কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি।
ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি।।
ঐ কালেমা জপে যে ঘুমের আগে,
ঐ কালেমা জপিয়া যে প্রভাতে জাগে,
দুখের সংসার সুখময় হয় তার-
মুসিবত আসে না কো, হয় না ক্ষতি।।
হরদম জপে মনে কালেমা যে জন
খোদায়ী তত্ত্ব তার রহে না গোপন,
দীলের আয়না তার হয়ে যায় পাক সাফ
সদা আল্লাহর রাহে তার রহে মতি।।
এসমে আজম হতে কদর ইহার,
পায় ঘরে বসে খোদা আর রাসুলের দিদার,
তাহার হৃদয়াকাশে সাত বেহেশত ভাসে
তার খোদার আরশে হয় আখেরে গতি।।
- কাজী নজরুল ইসলাম-
কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি।
ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি।।
ঐ কালেমা জপে যে ঘুমের আগে,
ঐ কালেমা জপিয়া যে প্রভাতে জাগে,
দুখের সংসার সুখময় হয় তার-
মুসিবত আসে না কো, হয় না ক্ষতি।।
হরদম জপে মনে কালেমা যে জন
খোদায়ী তত্ত্ব তার রহে না গোপন,
দীলের আয়না তার হয়ে যায় পাক সাফ
সদা আল্লাহর রাহে তার রহে মতি।।
এসমে আজম হতে কদর ইহার,
পায় ঘরে বসে খোদা আর রাসুলের দিদার,
তাহার হৃদয়াকাশে সাত বেহেশত ভাসে
তার খোদার আরশে হয় আখেরে গতি।।
- কাজী নজরুল ইসলাম-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “কালেমা শাহাদাতে আছে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স