আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “নতুন নতুন পল্লবে আজ খুশীর শিহরন” এর লিরিক্স দেওয়া হলো।
নতুন নতুন পল্লবে আজ খুশীর শিহরন - ইসলামী সঙ্গীত লিরিক্স
নতুন নতুন পল্লবে আজ খুশীর শিহরন
বৃষ্টি জলে সিক্ত সবার মন
নতুন নতুন গল্প গানের মধুর আয়োজন
উৎসবে আজ সবার নিমন্ত্রন।।
এই আয়োজন ধন্য হবে খোদার করূনায়
হেরার পথে ডাক দিয়ে যাই ছন্দ কবিতায়
সুরের দোলায় নাট্য গানের মধুর আয়োজন
বিশ্বাদের প্রানে প্রানে জাগুক তোমার মহিমায়
আমাদের এই ক্ষুদ্র আয়োজন।।
মন পবনের পাল ভেসে যায় তেপান্তরের গায়
আলোর পথে ডাল দিয়ে যাই আয়রে ছুটে আয়
আর কত কাল রইবি ঘুমে ওরে বেখবর
জানিস না তুই আঁধার শেষে আসবে নতুন ভোর
সবুজ হবে মনের মিনার সতেজ হবে প্রান
আল্লহ নামের গান ধরেছি আল্লাহ নামের গান
হাজার মিলন মেলায় খুশীর কলরব
গানে গানে মুখর আজি 'দিশারী'র" উৎসব
নতুন আলোয় উঠবে হেঁসে সবুজ সবুজ মন
ফুলে ফুলে ওলির গুঞ্জরন।।
বৃষ্টি জলে সিক্ত সবার মন
নতুন নতুন গল্প গানের মধুর আয়োজন
উৎসবে আজ সবার নিমন্ত্রন।।
এই আয়োজন ধন্য হবে খোদার করূনায়
হেরার পথে ডাক দিয়ে যাই ছন্দ কবিতায়
সুরের দোলায় নাট্য গানের মধুর আয়োজন
বিশ্বাদের প্রানে প্রানে জাগুক তোমার মহিমায়
আমাদের এই ক্ষুদ্র আয়োজন।।
মন পবনের পাল ভেসে যায় তেপান্তরের গায়
আলোর পথে ডাল দিয়ে যাই আয়রে ছুটে আয়
আর কত কাল রইবি ঘুমে ওরে বেখবর
জানিস না তুই আঁধার শেষে আসবে নতুন ভোর
সবুজ হবে মনের মিনার সতেজ হবে প্রান
আল্লহ নামের গান ধরেছি আল্লাহ নামের গান
হাজার মিলন মেলায় খুশীর কলরব
গানে গানে মুখর আজি 'দিশারী'র" উৎসব
নতুন আলোয় উঠবে হেঁসে সবুজ সবুজ মন
ফুলে ফুলে ওলির গুঞ্জরন।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আশা করি আপনারা আপনাদের প্রিয় “নতুন নতুন পল্লবে আজ খুশীর শিহরন” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স