দোষ করে কেউ ক্ষমা যদি চায় - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “দোষ করে কেউ ক্ষমা যদি চায়” এর লিরিক্স দেওয়া হলো।

দোষ করে কেউ ক্ষমা যদি চায় - লিরিক্স

দোষ করে কেউ ক্ষমা যদি চায় - ইসলামী সঙ্গীত লিরিক্স

দোষ করে কেউ ক্ষমা যদি চায়
ক্ষমা করে দিয়ো তারে
ক্ষমাশীলদের উচ্চ আসন
আল্লাহর দরবারে।।
কারো মর্যাদা নষ্ট করোনা
কারো মনে তুমি কষ্ট দিয়োনা
কারো সাথে কভু বিবাদ করোনা
দুদিনের সংসারে।।
প্রতিশোধ সদা হিংসা বাড়ায়
ত্যাগ সেবা সুখময়
নিষ্ঠার সাথে কর্ম যে করে
সেই জেনো সুখী হয়।।
করোনা কখনো সত্য গোপন
বিলাসেতে নয় জীবন যাপন
পশ্চাতে ফেলে যেয়োনা কখনো
বন্ধু ভেবেছো যারে।।

-সাবির আহমেদ চৌধুরী-

আশা করি আপনারা আপনাদের প্রিয় দোষ করে কেউ ক্ষমা যদি চায় লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন