নির্ঘুম রাত কেটে যায় - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “নির্ঘুম রাত কেটে যায়” এর লিরিক্স দেওয়া হলো।

নির্ঘুম রাত কেটে যায় - লিরিক্স

নির্ঘুম রাত কেটে যায় - ইসলামী সঙ্গীত লিরিক্স

নির্ঘুম রাত কেটে যায়
দুঃখের বাণে ভাঙ্গে বুক
কতদিন কতরাত যায় কেটে যায় মাগো
দেখিনা তোমার ঐ মুখ।।
সেই যে কবে মাগো দেখেছি তোমায়
জুড়িয়ে তৃষিত নয়ন
তোমার স্নেহের ক্ষুধা আমাকে কাঁদায়
কাটেনা বিরহী লগন
বেদনার ঢেউ দোলে হৃদয়ে আমার
অশ্রু প্লাবনে ভাসে চোখ।।
কষ্টের হিমালয় তোমার বুকে মাগো
রেখেছো হাসির আড়ালে
তোমার দুঃখের ভার সইবো কি করে বলো
মন পুড়ে তুষের অনলে
বেদনার ঢেউ দোলে হৃদয়ে আমার
অশ্রু প্লাবনে ভাসে চোখ।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

আশা করি আপনারা আপনাদের প্রিয় নির্ঘুম রাত কেটে যায় লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন