আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “হৃদয় ভরে গা আল্লাহরই গান” এর লিরিক্স দেওয়া হলো।
হৃদয় ভরে গা আল্লাহরই গান - ইসলামী সঙ্গীত লিরিক্স
হৃদয় ভরে গা আল্লাহরই গান
দরবারে তার বেড়ে যাবে দেখবি তোরই মান।।
আমাদের স্রষ্টা তিনি এ জীবন দিলেন যিনি
জীবনের পদে পদে তারই গান জয়ধ্বনি।।
তবে কেন রইলি ভুলে দেখনা নয়ন মেলে
বিশ্বজুড়ে তার দয়া অফুরান।।
দুনিয়ার লালসা ছেড়ে আয়রে খোদার পথে
নইলে পরপারে ঠেকবি পুলছিরাতে।।
এ' সময়ে নাওরে করে সম্বল নিজের তরে
তবে তো পাবে নাজাত পাবে ইহছান।।
-চৌধুরী আব্দুল হালিম-
দরবারে তার বেড়ে যাবে দেখবি তোরই মান।।
আমাদের স্রষ্টা তিনি এ জীবন দিলেন যিনি
জীবনের পদে পদে তারই গান জয়ধ্বনি।।
তবে কেন রইলি ভুলে দেখনা নয়ন মেলে
বিশ্বজুড়ে তার দয়া অফুরান।।
দুনিয়ার লালসা ছেড়ে আয়রে খোদার পথে
নইলে পরপারে ঠেকবি পুলছিরাতে।।
এ' সময়ে নাওরে করে সম্বল নিজের তরে
তবে তো পাবে নাজাত পাবে ইহছান।।
-চৌধুরী আব্দুল হালিম-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “হৃদয় ভরে গা আল্লাহরই গান” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স