সবুজের সমারোহে - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “সবুজের সমারোহে” এর লিরিক্স দেওয়া হলো।

সবুজের সমারোহে - লিরিক্স

সবুজের সমারোহে - ইসলামী সঙ্গীত লিরিক্স

সবুজের সমারোহে এই পৃথিবী
পাখীর গানে গানে নদির কলতানে
নয়ন জুড়িইয়ে যায় দেখে এ ছবি।।
সন্ধ্যার আকাশে লক্ষতারা চেয়ে থাকি
শুধু ঐ আকাশ পানে
হাজারো ভাবনা জাগে আপন মনে
তারই মাঝে খুঁজে পাই খোদারই সাড়া।।
হিম হিম বাতাসে গা ছুঁয়ে যায়
অনুভুতি জাগে শুধু দেখাতো না পায়
তারই মাঝে খুঁজে পাই স্রষ্টা তোমায়
নিত্য তোমার তাই গান গেয়ে যাই।।

-ইকবাল করীম রিপন-

আশা করি আপনারা আপনাদের প্রিয় সবুজের সমারোহে লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন