তুমি সব ক্ষমতার অধিকারী সর্ব শক্তিমান - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “তুমি সব ক্ষমতার অধিকারী সর্ব শক্তিমান” এর লিরিক্স দেওয়া হলো।

তুমি সব ক্ষমতার অধিকারী সর্ব শক্তিমান - লিরিক্স

তুমি সব ক্ষমতার অধিকারী সর্ব শক্তিমান - ইসলামী সঙ্গীত লিরিক্স

তুমি সব ক্ষমতার অধিকারী সর্ব শক্তিমান
যমীন আসমান সৃষ্টিকারী হে আল্লাহ মহান।।
তুমি যাকে খুশী রাজ্য দিয়ে
নিতে পারো ফের ফিরিয়ে
যাকে খুশী করতে পারো
আবার রাজ্য দান।।
তুমি কাউকে কর মর্যাদা দান
নাও কেড়ে ফের সে মহাদান
যাকে খুশী দাও ফিরিয়ে
আবার সে সন্মান।।
তুমি দিনকে প্রভু রাত্রি কর
রাতকে দিনের আলোয় ভর
পাইনা ভাষা করি তোমার
মাহাত্নবয়ান।।
তুমি জীবন থেকে মৃতে আনো
মৃতকে ফের জীবন দানো
যাকে খুশী দাও যে খোদা
রিযিক অফুরান।।

-আবদুল লতিফ-

আশা করি আপনারা আপনাদের প্রিয় তুমি সব ক্ষমতার অধিকারী সর্ব শক্তিমান লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন