আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে” এর লিরিক্স দেওয়া হলো।
নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে - ইসলামী সঙ্গীত লিরিক্স
নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে
আল্লাহ তায়ালা রহমতের দোয়ার খুলেছে ॥
মক্কা ধামে ছিল আমার মা আমিনার ঘর
এলেন সেথায় জ্যোতির্ময় এক আলোর সওদাগর।
তামাম জাহান তাই তো খুশির জোয়ার তুলেছে।
সর্ব কালের সেরা মানুষ নবী কূলের তাজ
স্বর্গলোকে নিয়ে এলেন আল- কোরআনের রাজ।
খোদাদ্রোহী শক্তি গুলোর মুখোশ খুলেছে।
আকাশ, মাটি, ফুল-পাখিদের আজকে মধুর মিতালী
মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গিতালী।
অন্ধকারে নতুন দিনের প্রদ্বীপ জ্বলেছে।
রহমতের ফলগুধারা মোহাম্মদ রাসূল
মরুর বুকে ফুটলো যেন মনমাতানো ফুল।
সালাম দিতে বনের পশুর জবান খুলেছে।
কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
আল্লাহ তায়ালা রহমতের দোয়ার খুলেছে ॥
মক্কা ধামে ছিল আমার মা আমিনার ঘর
এলেন সেথায় জ্যোতির্ময় এক আলোর সওদাগর।
তামাম জাহান তাই তো খুশির জোয়ার তুলেছে।
সর্ব কালের সেরা মানুষ নবী কূলের তাজ
স্বর্গলোকে নিয়ে এলেন আল- কোরআনের রাজ।
খোদাদ্রোহী শক্তি গুলোর মুখোশ খুলেছে।
আকাশ, মাটি, ফুল-পাখিদের আজকে মধুর মিতালী
মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গিতালী।
অন্ধকারে নতুন দিনের প্রদ্বীপ জ্বলেছে।
রহমতের ফলগুধারা মোহাম্মদ রাসূল
মরুর বুকে ফুটলো যেন মনমাতানো ফুল।
সালাম দিতে বনের পশুর জবান খুলেছে।
কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
আশা করি আপনারা আপনাদের প্রিয় “নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স