আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “দুনিয়ার সমস্ত সুধা” এর লিরিক্স দেওয়া হলো।
দুনিয়ার সমস্ত সুধা - ইসলামী সঙ্গীত লিরিক্স
দুনিয়ার সমস্ত সুধা
একটি নামে ঢালা
ও নামেতে জুড়ায় ভাই রে
সকল দুঃখ জ্বালা।।
আকটি নামে আত্নহারা
'শরাবান তাহুরা' ধরা
ভক্ত যাঁকে আদর করে
ডাকে কামলীওয়ালা।।
ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন
নবীর শ্রেষ্ঠ নবী তেমন
পীর পয়গম্বর গলায় পরে
ওই নামেরই মালা।।
একটি নামে ক্লান্তি হরে
আকটি নামে হৃদয় ভরে
তামাম জাহান দরুদ পড়ে
ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ।।
-আব্দুল লতিফ-
একটি নামে ঢালা
ও নামেতে জুড়ায় ভাই রে
সকল দুঃখ জ্বালা।।
আকটি নামে আত্নহারা
'শরাবান তাহুরা' ধরা
ভক্ত যাঁকে আদর করে
ডাকে কামলীওয়ালা।।
ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন
নবীর শ্রেষ্ঠ নবী তেমন
পীর পয়গম্বর গলায় পরে
ওই নামেরই মালা।।
একটি নামে ক্লান্তি হরে
আকটি নামে হৃদয় ভরে
তামাম জাহান দরুদ পড়ে
ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ।।
-আব্দুল লতিফ-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “দুনিয়ার সমস্ত সুধা” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স