আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “হে রহমান হে দয়াবান” এর লিরিক্স দেওয়া হলো।
হে রহমান হে দয়াবান - ইসলামী সঙ্গীত লিরিক্স
হে রহমান হে দয়াবান
মন বেহাগে আজ সুরের ঘাটে ঘাটে
সাই তব গান
তোমার গুণ গাহি
তোমার দয়া চাহি
তোমার ভালবাসা
আমার চির আশা
অধম বান্দা এ যাচে ক্ষমা হে
রহীম রহমান।।
রহম আল্লাহ হে
করম আল্লাহ হে
গফুর নাম তোমার
মুয়ীন নাম তোমার
নিশার আঁধারে দিশা দাও মোরে
সীরাত দীপ্তমান।।
মন বেহাগে আজ সুরের ঘাটে ঘাটে
সাই তব গান
তোমার গুণ গাহি
তোমার দয়া চাহি
তোমার ভালবাসা
আমার চির আশা
অধম বান্দা এ যাচে ক্ষমা হে
রহীম রহমান।।
রহম আল্লাহ হে
করম আল্লাহ হে
গফুর নাম তোমার
মুয়ীন নাম তোমার
নিশার আঁধারে দিশা দাও মোরে
সীরাত দীপ্তমান।।
-মহিউদ্দিন আবু তাহের-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “হে রহমান হে দয়াবান” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স