আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “তামাম জাহান সৃষ্টিকারী” এর লিরিক্স দেওয়া হলো।
তামাম জাহান সৃষ্টিকারী - ইসলামী সঙ্গীত লিরিক্স
তামাম জাহান সৃষ্টিকারী
আয় খোদা পাক জাত
শুমার করা যায় না তোমার
রহমতের সিফাত।।
তুমি তো রহীম রহমান
তুমি যে বড় মেহেরবান
তোমার দয়া সবার পরে
বিলাও যে দিন রাত।।
সৃষ্ট জীবে দাও যে সদা
রুযী ও রোজগার,
ক্ষুদ্র কীট যে শুকনো গাছে
সেও খায় আহার।।
হে দয়াল তব গুনগান
সাধ্য নাহি করি বয়ান।
তোমার দয়ায় পাবো আমি
জানি গো নাজাত।।
-আব্দুল লতিফ-
আয় খোদা পাক জাত
শুমার করা যায় না তোমার
রহমতের সিফাত।।
তুমি তো রহীম রহমান
তুমি যে বড় মেহেরবান
তোমার দয়া সবার পরে
বিলাও যে দিন রাত।।
সৃষ্ট জীবে দাও যে সদা
রুযী ও রোজগার,
ক্ষুদ্র কীট যে শুকনো গাছে
সেও খায় আহার।।
হে দয়াল তব গুনগান
সাধ্য নাহি করি বয়ান।
তোমার দয়ায় পাবো আমি
জানি গো নাজাত।।
-আব্দুল লতিফ-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “তামাম জাহান সৃষ্টিকারী” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স