আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “সোনার পাখিরা একে একে উড়ে যায়” এর লিরিক্স দেওয়া হলো।
সোনার পাখিরা একে একে উড়ে যায় - ইসলামী সঙ্গীত লিরিক্স
কথা- কবি গোলাম মোহাম্মদ
সুর ও শিল্পী- মশিউর রহমান
সোনার পাখিরা একে একে উড়ে যায়
ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন
নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ
বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদন আহা
পাখিরা ফুলের মত মোহন পালক
নির্মল জোছনার মিষ্টি আলোক
হৃদয় নিলো ওরা পূর্ণের ধন আহা
পাখিরা উড়ে যায় সুভাসিতো জোছনার দেশে
পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে
ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে
কি সুবাস মধুময় সকল কাজে
শাহাদাত বেছে নেয় সাহসী যে জন আহা
সুর ও শিল্পী- মশিউর রহমান
সোনার পাখিরা একে একে উড়ে যায়
ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন
নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ
বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদন আহা
পাখিরা ফুলের মত মোহন পালক
নির্মল জোছনার মিষ্টি আলোক
হৃদয় নিলো ওরা পূর্ণের ধন আহা
পাখিরা উড়ে যায় সুভাসিতো জোছনার দেশে
পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে
ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে
কি সুবাস মধুময় সকল কাজে
শাহাদাত বেছে নেয় সাহসী যে জন আহা
আশা করি আপনারা আপনাদের প্রিয় “সোনার পাখিরা একে একে উড়ে যায়” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স