আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “সেই দুর্বা ছাওয়া আঙ্গিনাতে” এর লিরিক্স দেওয়া হলো।
সেই দুর্বা ছাওয়া আঙ্গিনাতে - ইসলামী সঙ্গীত লিরিক্স
সেই দুর্বা ছাওয়া আঙ্গিনাতে
ছোট্ট মাটির ঘর-
আঁচল ঝরা- পান্না হিরাসোহাগ ও আদর
হাত ছানিতে ডাকে
আমার- মনটা ঘিরে রাখে।।
শাপলা পুকুর মিষ্টি দুপুর
জোনাক জ্বলা রাত-
এখনো তো ডাকে আমায়
বাড়িয়ে দুটি হাত,
কি করে দেব ফাঁকি
আমার হৃদয়টাকে।।
মেঘলা দিনের সবুজ তৃণের
ডগায় শিশির ফুল-
এখনো তো ভাসে চোখে
করে যে আকুল,
স্মৃতিরা বাজায় বাঁশি
মন যমুনার বাঁকে।।
ছোট্ট মাটির ঘর-
আঁচল ঝরা- পান্না হিরাসোহাগ ও আদর
হাত ছানিতে ডাকে
আমার- মনটা ঘিরে রাখে।।
শাপলা পুকুর মিষ্টি দুপুর
জোনাক জ্বলা রাত-
এখনো তো ডাকে আমায়
বাড়িয়ে দুটি হাত,
কি করে দেব ফাঁকি
আমার হৃদয়টাকে।।
মেঘলা দিনের সবুজ তৃণের
ডগায় শিশির ফুল-
এখনো তো ভাসে চোখে
করে যে আকুল,
স্মৃতিরা বাজায় বাঁশি
মন যমুনার বাঁকে।।
-আব্দুল হাই আল হাদী-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “সেই দুর্বা ছাওয়া আঙ্গিনাতে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স