আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “আর মস্কো পিকিং নয়” এর লিরিক্স দেওয়া হলো।
আর মস্কো পিকিং নয় - ইসলামী সঙ্গীত লিরিক্স
আর মস্কো পিকিং নয়
চলো নবীর মদীনা,
ঐ দিল্লী মার্কীন ভাই
নয় মোদের ঠিকানা।।
মোরা রাসুলের উম্মত, বাঙ্গালী মুসলমান
ফের ধরেছি কোরান, ছেড়ে কুফুরী বিধান।
ছেড়ে সকল গোলামী
হবো খোদার দিওয়ানা।।
শাহজালাল, শাহ পরাণ
শাহ মাখদুম, খান জাহান,
আছে শহীদ তুতুমীর,
বায়েজীদ ঈশা খান-
ওরা দ্বীনের সেনানী
সত্যের নিশানা।।
যদি চাও দেশের ভাল, যদি চাও স্বাধীনতা,
যদি চাও নিজের ভাল, যদি চাও সফলতা-
সবই মিলবে ইসলামে
যার হয় না তুলনা।।
-তোফাজ্জল হোসাইন খান-
চলো নবীর মদীনা,
ঐ দিল্লী মার্কীন ভাই
নয় মোদের ঠিকানা।।
মোরা রাসুলের উম্মত, বাঙ্গালী মুসলমান
ফের ধরেছি কোরান, ছেড়ে কুফুরী বিধান।
ছেড়ে সকল গোলামী
হবো খোদার দিওয়ানা।।
শাহজালাল, শাহ পরাণ
শাহ মাখদুম, খান জাহান,
আছে শহীদ তুতুমীর,
বায়েজীদ ঈশা খান-
ওরা দ্বীনের সেনানী
সত্যের নিশানা।।
যদি চাও দেশের ভাল, যদি চাও স্বাধীনতা,
যদি চাও নিজের ভাল, যদি চাও সফলতা-
সবই মিলবে ইসলামে
যার হয় না তুলনা।।
-তোফাজ্জল হোসাইন খান-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “আর মস্কো পিকিং নয়” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স