ইয়া আল­াহ তোমার অসীম করুণায় আমরা মুসলমান - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “ইয়া আল­াহ তোমার অসীম করুণায় আমরা মুসলমান” এর লিরিক্স দেওয়া হলো।

ইয়া আল­াহ তোমার অসীম করুণায় আমরা মুসলমান - লিরিক্স

ইয়া আল­াহ তোমার অসীম করুণায় আমরা মুসলমান - ইসলামী সঙ্গীত লিরিক্স

ইয়া আল­াহ ........................
তোমার অসীম করুণায় আমরা মুসলমান
তোমার আইন দিয়ে মোরা গড়বো এই জাহান
সেই শক্তি দান কর সেই শক্তি দান ।
যায় না দেয়া তোমার দানের কোন প্রতিদান।
তোমার আদেশ তোমার নিষেধ তোমারী সম্মান-
মোরা রাখবো অটুট ।।
শুধু কবুল করো হে দয়াবান
মোদের এই আরমান।
মোদের প্রিয় রাসূল যে পথে করেছে গমন,
চলবো সে পথে যে পথে বলেছ হে সুমহান ।
ঝরে রক্ত ঝরুক -
তবু আগলে যেন রাখতে পারি
বুকে আল কোরআন ।

কথা ও সুরঃ লিটন হাফিজ
এলবামঃ রুহী

আশা করি আপনারা আপনাদের প্রিয় ইয়া আল­াহ তোমার অসীম করুণায় আমরা মুসলমান লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন