আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “ইয়া আলাহ তোমার অসীম করুণায় আমরা মুসলমান” এর লিরিক্স দেওয়া হলো।
ইয়া আলাহ তোমার অসীম করুণায় আমরা মুসলমান - ইসলামী সঙ্গীত লিরিক্স
ইয়া আলাহ ........................
তোমার অসীম করুণায় আমরা মুসলমান
তোমার আইন দিয়ে মোরা গড়বো এই জাহান
সেই শক্তি দান কর সেই শক্তি দান ।
যায় না দেয়া তোমার দানের কোন প্রতিদান।
তোমার আদেশ তোমার নিষেধ তোমারী সম্মান-
মোরা রাখবো অটুট ।।
শুধু কবুল করো হে দয়াবান
মোদের এই আরমান।
মোদের প্রিয় রাসূল যে পথে করেছে গমন,
চলবো সে পথে যে পথে বলেছ হে সুমহান ।
ঝরে রক্ত ঝরুক -
তবু আগলে যেন রাখতে পারি
বুকে আল কোরআন ।
তোমার অসীম করুণায় আমরা মুসলমান
তোমার আইন দিয়ে মোরা গড়বো এই জাহান
সেই শক্তি দান কর সেই শক্তি দান ।
যায় না দেয়া তোমার দানের কোন প্রতিদান।
তোমার আদেশ তোমার নিষেধ তোমারী সম্মান-
মোরা রাখবো অটুট ।।
শুধু কবুল করো হে দয়াবান
মোদের এই আরমান।
মোদের প্রিয় রাসূল যে পথে করেছে গমন,
চলবো সে পথে যে পথে বলেছ হে সুমহান ।
ঝরে রক্ত ঝরুক -
তবু আগলে যেন রাখতে পারি
বুকে আল কোরআন ।
কথা ও সুরঃ লিটন হাফিজ
এলবামঃ রুহী
আশা করি আপনারা আপনাদের প্রিয় “ইয়া আলাহ তোমার অসীম করুণায় আমরা মুসলমান” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স