আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “মাগো মা ওগো মা তুমি কেঁদো না” এর লিরিক্স দেওয়া হলো।
মাগো মা ওগো মা তুমি কেঁদো না - ইসলামী সঙ্গীত লিরিক্স
মাগো মা ওগো মা
তুমি কেঁদো না।
তোমার ছেলে লড়বে মাগো
আল কোরানের পথে
লড়তে গিয়ে যায় যদি মা
এই না জীবন তাতে,
দু'চোখেরি জল মাগো তুমি ফেলো না।
বেঈমানেরা কোরানকে আজ
ধ্বংস করতে চায়।
বল মাগো এসব কি আর
মেনে নেয়া যায়।
মুসলিম আজ মজলুম
তুমি চেয়ে দেখো না।
তুমি কেঁদো না।
তোমার ছেলে লড়বে মাগো
আল কোরানের পথে
লড়তে গিয়ে যায় যদি মা
এই না জীবন তাতে,
দু'চোখেরি জল মাগো তুমি ফেলো না।
বেঈমানেরা কোরানকে আজ
ধ্বংস করতে চায়।
বল মাগো এসব কি আর
মেনে নেয়া যায়।
মুসলিম আজ মজলুম
তুমি চেয়ে দেখো না।
আশা করি আপনারা আপনাদের প্রিয় “মাগো মা ওগো মা তুমি কেঁদো না” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স