আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “রাত নিঝুম জোছনায় ভরেছে আকাশ” এর লিরিক্স দেওয়া হলো।
রাত নিঝুম জোছনায় ভরেছে আকাশ - ইসলামী সঙ্গীত লিরিক্স
রাত নিঝুম জোছনায় ভরেছে আকাশ
জোনাকি আলো ঝিরিঝিরি দক্ষিনা বাতাস।।
নিরব রাত্রি আহা কি যে মধুময়
দ্বাদশীর চাঁদ একা একা জেগে রয়
হাসনাহেনা ও জাগে ছড়িয়ে সুবাস।।
তামাম পৃথিবী যেন নিথর হয়ে
প্রভূর প্রেমের ভারে পড়েছে নূয়ে
পড়েছে নূয়ে আজ এ মনেরও আকাশ।।
মনের মিনারে যত গান যত সুর
প্রভূর রহম দানে হয় সুমধুর
দক্ষিনা পবনে যেন সুখেরও আভাস।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
জোনাকি আলো ঝিরিঝিরি দক্ষিনা বাতাস।।
নিরব রাত্রি আহা কি যে মধুময়
দ্বাদশীর চাঁদ একা একা জেগে রয়
হাসনাহেনা ও জাগে ছড়িয়ে সুবাস।।
তামাম পৃথিবী যেন নিথর হয়ে
প্রভূর প্রেমের ভারে পড়েছে নূয়ে
পড়েছে নূয়ে আজ এ মনেরও আকাশ।।
মনের মিনারে যত গান যত সুর
প্রভূর রহম দানে হয় সুমধুর
দক্ষিনা পবনে যেন সুখেরও আভাস।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আশা করি আপনারা আপনাদের প্রিয় “রাত নিঝুম জোছনায় ভরেছে আকাশ” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স