আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “নবী মোর শ্রেষ্ঠ নবী ধ্যানের ছবি কামলীওয়ালা” এর লিরিক্স দেওয়া হলো।
নবী মোর শ্রেষ্ঠ নবী ধ্যানের ছবি কামলীওয়ালা - ইসলামী সঙ্গীত লিরিক্স
নবী মোর শ্রেষ্ঠ নবী ধ্যানের ছবি কামলীওয়ালা
নবী মোর শ্রেষ্ঠ নবী প্রেমের ছবি সবার আ'লা।।
যা নবী পারতেন হতে রাজার রাজা
রাজা না হয়ে হলেন প্রজা
নবী মোর মেষের রাখাল সকাল বিকাল
বকরী চরাণেওয়ালা।।
নবী মোর পথে চলেন ঘেমে নেয়ে,
শিরে মেঘ ধরে ছায়া সাথে সাথে চলে ধেয়ে
নবী মোর শ্রেষ্ঠ নবী- নূরের রবি
মরুর বুকে গুলে লালা।।
নবী মোর মিসকীন ও ইয়াতীমের পিতা,
নবী মোর অসহায়ের বন্ধু ও মিতা,
নবী মোর শ্রেষ্ঠো নবী, দয়ার ছবি
সবার প্রানে জুড়ায় জ্বালা।।
হিরা গুহায় শুনতে পেলেন হে মোহাম্মদ
পড়ো তুমি খোদার নামে হে মোহাম্মদ
এই নবী সেই সে নবী প্রেমের শশী
মুহাম্মদ রাসুলুল্লাহ।।
কি বলিব খুবী তাঁহার, দুনিয়া জাহানে,
মি'রাজে হয় খোদার দীদার- সপ্ত আসমানে,
এই মোদের সেই সে নবী- নূরের খুবী
যাঁর নামে জাহান উজালা।।
- আব্দুল লতিফ-
নবী মোর শ্রেষ্ঠ নবী প্রেমের ছবি সবার আ'লা।।
যা নবী পারতেন হতে রাজার রাজা
রাজা না হয়ে হলেন প্রজা
নবী মোর মেষের রাখাল সকাল বিকাল
বকরী চরাণেওয়ালা।।
নবী মোর পথে চলেন ঘেমে নেয়ে,
শিরে মেঘ ধরে ছায়া সাথে সাথে চলে ধেয়ে
নবী মোর শ্রেষ্ঠ নবী- নূরের রবি
মরুর বুকে গুলে লালা।।
নবী মোর মিসকীন ও ইয়াতীমের পিতা,
নবী মোর অসহায়ের বন্ধু ও মিতা,
নবী মোর শ্রেষ্ঠো নবী, দয়ার ছবি
সবার প্রানে জুড়ায় জ্বালা।।
হিরা গুহায় শুনতে পেলেন হে মোহাম্মদ
পড়ো তুমি খোদার নামে হে মোহাম্মদ
এই নবী সেই সে নবী প্রেমের শশী
মুহাম্মদ রাসুলুল্লাহ।।
কি বলিব খুবী তাঁহার, দুনিয়া জাহানে,
মি'রাজে হয় খোদার দীদার- সপ্ত আসমানে,
এই মোদের সেই সে নবী- নূরের খুবী
যাঁর নামে জাহান উজালা।।
- আব্দুল লতিফ-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “নবী মোর শ্রেষ্ঠ নবী ধ্যানের ছবি কামলীওয়ালা” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স