আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “রাতটা যখন নিঝুম হয় চোখে সবার ঘুম” এর লিরিক্স দেওয়া হলো।
রাতটা যখন নিঝুম হয় চোখে সবার ঘুম - ইসলামী সঙ্গীত লিরিক্স
রাতটা যখন নিঝুম হয়
চোখে সবার ঘুম,
বিজলি বাহন বোরাক
এসে ধরায় দিল চুম।
জাগলো না কেউ রাসুল ছাড়া,
দেখল জগত এ কোন ধারা।
সাত আকাশের মধ্যে আজি
বসলো সে কি ধুম !
রাসুল যাবেন খোদার কাছে,
এর চেয়ে খুশির কি বা আছে।
মানব জনম ধন্য হল ধন্য ধরা ঘুম।
কথাঃ শাহ আলম বাদশা
সুরঃ লিটন হাফিজ
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী
চোখে সবার ঘুম,
বিজলি বাহন বোরাক
এসে ধরায় দিল চুম।
জাগলো না কেউ রাসুল ছাড়া,
দেখল জগত এ কোন ধারা।
সাত আকাশের মধ্যে আজি
বসলো সে কি ধুম !
রাসুল যাবেন খোদার কাছে,
এর চেয়ে খুশির কি বা আছে।
মানব জনম ধন্য হল ধন্য ধরা ঘুম।
কথাঃ শাহ আলম বাদশা
সুরঃ লিটন হাফিজ
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী
আশা করি আপনারা আপনাদের প্রিয় “রাতটা যখন নিঝুম হয় চোখে সবার ঘুম” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স