আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “হিজল বনে পালিয়ে গেছে পাখি” এর লিরিক্স দেওয়া হলো।
হিজল বনে পালিয়ে গেছে পাখি - ইসলামী সঙ্গীত লিরিক্স
হিজল বনে পালিয়ে গেছে পাখি
যতই তারে করুন কেঁদে ডাকি
দেয়না সাড়া নীরব গহীন বন
বাতাসে তার ব্যথার গুঞ্জরণ
কোথাও সাগর আকাশ মুখোমুখি
কিংবা পাতা ফুলের লুকোলুকি
কারো ঝরার নীবির নিমন্ত্রন
যেমন দিবস রাতের আলিঙ্গন
বিচিত্র এ অনন্ত সংসার
সবাই শুধু ছুটছে দুর্ণিবার
পাখির পাখায় সময় সন্দীপন
হৃদয় বুঝি তাই করে ক্রন্দন
কথাঃ কবি গোলাম মোহাম্মদ
শিল্পীঃ সাইফুল্লাহ মানসুর
যতই তারে করুন কেঁদে ডাকি
দেয়না সাড়া নীরব গহীন বন
বাতাসে তার ব্যথার গুঞ্জরণ
কোথাও সাগর আকাশ মুখোমুখি
কিংবা পাতা ফুলের লুকোলুকি
কারো ঝরার নীবির নিমন্ত্রন
যেমন দিবস রাতের আলিঙ্গন
বিচিত্র এ অনন্ত সংসার
সবাই শুধু ছুটছে দুর্ণিবার
পাখির পাখায় সময় সন্দীপন
হৃদয় বুঝি তাই করে ক্রন্দন
কথাঃ কবি গোলাম মোহাম্মদ
শিল্পীঃ সাইফুল্লাহ মানসুর
আশা করি আপনারা আপনাদের প্রিয় “হিজল বনে পালিয়ে গেছে পাখি” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স