মুয়াজ্জীনের কন্ঠে ভেসে - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “মুয়াজ্জীনের কন্ঠে ভেসে” এর লিরিক্স দেওয়া হলো।

মুয়াজ্জীনের কন্ঠে ভেসে - লিরিক্স

মুয়াজ্জীনের কন্ঠে ভেসে - ইসলামী সঙ্গীত লিরিক্স

মোয়াজ্জিনের কন্ঠে ভেসে
উঠছে ধ্বনি আজানের
মুসল্লী ভাই নামাজে যাও
সময় এখন নামাজের।।
নামাজেতে দাঁড়াবে যে আগে
পুন্য বেশী পায় সে ভাগে
সবার লাগি নামাজ ফরজ
নির্দেশ এযে কোরানের।।
নামাজকেই জেনো সবাই
বেহেস্তের সেই কুঞ্জী
নামাজ পড়ে জোগার করো
পরকালের পুঞ্জী।।
বান্দা যখন সেজদা করে
ক্ষমা চায় তার পাপের তবে
আল্লা তখন আরশ থেকে
ঢালেন বারি রহমের।।

-সাবির আহমেদ চোউধুরী-

আশা করি আপনারা আপনাদের প্রিয় মুয়াজ্জীনের কন্ঠে ভেসে লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন