আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “ফুল ফসলে আল্লা তুমি” এর লিরিক্স দেওয়া হলো।
ফুল ফসলে আল্লা তুমি - ইসলামী সঙ্গীত লিরিক্স
ফুল ফসলে আল্লা তুমি
সাজায়েছো এই ধরা
সবুজ বনানী মাঠ প্রান্তর
সকলি তোমার গড়া।।
সাগর- ভূধর নদী জল ধারা
তোমার নূরের অংশ যে তারা
বর্ষা বাদল বন্যা বৃষ্টি
তুমিই দিতেছো খরা।।
প্রজাপতি পেলো তোমার দয়ায়
প্রেমময় অন্তর
ঝিণুকের মাঝে রেখেছো লুকিয়ে
মুক্তা সে সুন্দর।।
মায়ের বুকে সাগর সুধার
তোমার হাতেই ভাগ্য সবার
সুখ শান্তি সুঃখ কষ্ট
তুমিই দিতেছো জ্বরা।।
- সাবির আহমেদ চৌধুরী-
সাজায়েছো এই ধরা
সবুজ বনানী মাঠ প্রান্তর
সকলি তোমার গড়া।।
সাগর- ভূধর নদী জল ধারা
তোমার নূরের অংশ যে তারা
বর্ষা বাদল বন্যা বৃষ্টি
তুমিই দিতেছো খরা।।
প্রজাপতি পেলো তোমার দয়ায়
প্রেমময় অন্তর
ঝিণুকের মাঝে রেখেছো লুকিয়ে
মুক্তা সে সুন্দর।।
মায়ের বুকে সাগর সুধার
তোমার হাতেই ভাগ্য সবার
সুখ শান্তি সুঃখ কষ্ট
তুমিই দিতেছো জ্বরা।।
- সাবির আহমেদ চৌধুরী-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “ফুল ফসলে আল্লা তুমি” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স