আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “মা বলে খোদার পথে চলো তুমি খোকন” এর লিরিক্স দেওয়া হলো।
মা বলে খোদার পথে চলো তুমি খোকন - ইসলামী সঙ্গীত লিরিক্স
মা বলে খোদার পথে
চলো তুমি খোকন।
এপথ ছাড়া অন্য পথে
ভরবে না তো মন।
ইসলামেরই ধ্বজা তুমি
শক্ত করে ধর।
তাকে চিনতে কোরান হাদীস
আরো কিছু পড়।
তার মহিমা আদায় কর
পূর্বে আসতে মরণ।
এ পথেতে চলতে তোমার
একটু কষ্ট হবে।
তবু সদা তার মহিমা
তোমার সাথে রবে।
প্রভুকেই মনে কর
তুমি অতি আপন।
চলো তুমি খোকন।
এপথ ছাড়া অন্য পথে
ভরবে না তো মন।
ইসলামেরই ধ্বজা তুমি
শক্ত করে ধর।
তাকে চিনতে কোরান হাদীস
আরো কিছু পড়।
তার মহিমা আদায় কর
পূর্বে আসতে মরণ।
এ পথেতে চলতে তোমার
একটু কষ্ট হবে।
তবু সদা তার মহিমা
তোমার সাথে রবে।
প্রভুকেই মনে কর
তুমি অতি আপন।
আশা করি আপনারা আপনাদের প্রিয় “মা বলে খোদার পথে চলো তুমি খোকন” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স