আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “দু'চোখের সীমানায় সবুজ খামের চিঠি” এর লিরিক্স দেওয়া হলো।
দু'চোখের সীমানায় সবুজ খামের চিঠি - ইসলামী সঙ্গীত লিরিক্স
দু'চোখের সীমানায় সবুজ খামের চিঠি
মুগ্ধ নয়নে দেখি অপরূপ পরিপাটি।।
ফসলের মাঠে মাঠে ঢেউ খেলে যায়
উদাসী হাওয়া শাখে কোকিলেরা গায়
যতদুর চখ যায় অবারিত হয়
সবুজের কোমল পাটি।।
মহুয়ার শাখে দোলে দোয়েলেরা হায়
পাল তোলা নায় মাঝি ভাটিয়ালী গায়
বাংলার রূপ আহা কি যে অপরূপ
কি নিপুন নিখাঁদ খাঁটি।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
মুগ্ধ নয়নে দেখি অপরূপ পরিপাটি।।
ফসলের মাঠে মাঠে ঢেউ খেলে যায়
উদাসী হাওয়া শাখে কোকিলেরা গায়
যতদুর চখ যায় অবারিত হয়
সবুজের কোমল পাটি।।
মহুয়ার শাখে দোলে দোয়েলেরা হায়
পাল তোলা নায় মাঝি ভাটিয়ালী গায়
বাংলার রূপ আহা কি যে অপরূপ
কি নিপুন নিখাঁদ খাঁটি।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আশা করি আপনারা আপনাদের প্রিয় “দু'চোখের সীমানায় সবুজ খামের চিঠি” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স