ভোটের নামে এ কি আজব খেলা - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “ভোটের নামে এ কি আজব খেলা” এর লিরিক্স দেওয়া হলো।

ভোটের নামে এ কি আজব খেলা - লিরিক্স

ভোটের নামে এ কি আজব খেলা - ইসলামী সঙ্গীত লিরিক্স

ভোটের নামে এ কি আজব খেলা
বুবুগো তুমি দেখাইলা
তোমার চেলা ইসি মারলো ঠেলা
রাইতের আন্ধারে তুমি এ কী কান্ড ঘটাইলা
৫ তারিখের সকাল দুপুর বিকেলও যায় গড়িয়ে
ভোটার বিহীন সব কেন্দ্র গুলো পড়লো যেন ঝিমিয়ে
এমন সময় সব সোনার ছেলে
চেতনার আগুনে উঠলো জ্বলে
নির্বাক জাতী দেখে টিভিস্ক্রিনে
ভোট দিলো দিলো ভোট বাস্কো ফাটাইয়া
পুলিশ র‍্যাব দিয়া মারছো মানুষ
ক্ষমতার লোভে তুমি হইছো বেহুশ
নষ্ট বামের পাল্লায় পইড়া
জাল ভোটের মহোৎসবে হইছো তুমি খোশ
ভাগা ভাগী কইরা আসন ভোটের নাটক সাজাইয়া
ভোট ডাকাতি কইরা তুমি গেলা শেষে ফাসিয়া
মিডিয়াতে সব হইলো প্রচার
দালালরা তবু বলে সফল সরকার
বিশ্ব অবাক বলে এ কী কারবার
চলছে হায় বাংলাদেশে দেখো চাহিয়া

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

আশা করি আপনারা আপনাদের প্রিয় ভোটের নামে এ কি আজব খেলা লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন