আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “চাও যদি কেউ খোদার রহম” এর লিরিক্স দেওয়া হলো।
চাও যদি কেউ খোদার রহম - ইসলামী সঙ্গীত লিরিক্স
চাও যদি কেউ খোদার রহম
বান্দাকে তাঁর বাসো ভালো,
মন হতে ভাই ফেল মুছে
হিংসা ও বিদ্বেষের কালো।।
হেথায় হোথায় আঁধার ঘরে
নিত্য যারা কেঁদে মরে,
পারো যদি তাদের ঘরে
একটি সুখের প্রদীপ জ্বালো।।
নিজকে নিয়ে ব্যস্ত যে জন
প্রতিবেশীর খোঁজ রাখেনা,
জেনো রে ভাই সত্য বাণী
তার কাছে খোদা থাকেনা।।
ব্যথিত জন নিত্য যেথায়
ব্যথার ভারে কেঁদে বেড়ায়।।
পাবে খোদার দীদার যদি
তাদের প্রানে সুধা ঢালো।।
-আব্দুল লতিফ-
বান্দাকে তাঁর বাসো ভালো,
মন হতে ভাই ফেল মুছে
হিংসা ও বিদ্বেষের কালো।।
হেথায় হোথায় আঁধার ঘরে
নিত্য যারা কেঁদে মরে,
পারো যদি তাদের ঘরে
একটি সুখের প্রদীপ জ্বালো।।
নিজকে নিয়ে ব্যস্ত যে জন
প্রতিবেশীর খোঁজ রাখেনা,
জেনো রে ভাই সত্য বাণী
তার কাছে খোদা থাকেনা।।
ব্যথিত জন নিত্য যেথায়
ব্যথার ভারে কেঁদে বেড়ায়।।
পাবে খোদার দীদার যদি
তাদের প্রানে সুধা ঢালো।।
-আব্দুল লতিফ-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “চাও যদি কেউ খোদার রহম” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স