আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “আল্লার সেনা কুল মুসলিম” এর লিরিক্স দেওয়া হলো।
আল্লার সেনা কুল মুসলিম - ইসলামী সঙ্গীত লিরিক্স
আল্লার সেনা কুল মুসলিম
উন্নত শির জিন্দাবাদ
নিখিল জাহানে এনেছো সাম্য
দুর্জয় বীর জিন্দাবাদ।।
তোমাদের মাঝে জনম লভেছে
আলী হায়দার হামজা বীর
শঙ্কা বিহীন চির দুর্বার
বিস্ময় এই ধরিত্রীর
ঐক্য ঈমানে তোমরা গড়েছো
সারা দুনিয়ায় ইত্তেহাদ।।
সব মানুষের সম অধিকার
বাঁধার প্রাচির ধুলিস্মাৎ
মহা মানবতা চলেছো গড়িয়া
মহামিলনের এক জামাত।।
দিক দিগন্তে তাকবীর ধ্বনি
তুলিয়া আল্লাহু আকবর
দুস্তর মরু দুর্গম গিরি
তোমরা হয়েছো হেলায় পার
মুক্তি সনদ এনেছো বিশ্বে
সবকে করেছো চির আজাদ।
-সাবির আহমেদ চৌধুরী-
উন্নত শির জিন্দাবাদ
নিখিল জাহানে এনেছো সাম্য
দুর্জয় বীর জিন্দাবাদ।।
তোমাদের মাঝে জনম লভেছে
আলী হায়দার হামজা বীর
শঙ্কা বিহীন চির দুর্বার
বিস্ময় এই ধরিত্রীর
ঐক্য ঈমানে তোমরা গড়েছো
সারা দুনিয়ায় ইত্তেহাদ।।
সব মানুষের সম অধিকার
বাঁধার প্রাচির ধুলিস্মাৎ
মহা মানবতা চলেছো গড়িয়া
মহামিলনের এক জামাত।।
দিক দিগন্তে তাকবীর ধ্বনি
তুলিয়া আল্লাহু আকবর
দুস্তর মরু দুর্গম গিরি
তোমরা হয়েছো হেলায় পার
মুক্তি সনদ এনেছো বিশ্বে
সবকে করেছো চির আজাদ।
-সাবির আহমেদ চৌধুরী-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “আল্লার সেনা কুল মুসলিম” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স