আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “আমরা মানুষ কেন এমন মরতে হবে যেনেও” এর লিরিক্স দেওয়া হলো।
আমরা মানুষ কেন এমন মরতে হবে যেনেও - ইসলামী সঙ্গীত লিরিক্স
আমরা মানুষ কেন এমন
মরতে হবে যেনেও,
না জানার ভান করি
না বোঝার মত চলি।
সকলে আমরা জানি জান্নাতে কি শান্তি,
তবুও আমরা মিছে আলেয়ার পিছে পিছে
ছুটে ছুটে আনি যে ক্লান্তি ।
শুনবে কে প্রভু মোদের আহাজারি।
জুমাতে শরিক হই সুগন্ধি পোশাকে,
পরিণত হয় খোদার খাঁটি আশেকে।
অফিসেতে ঘুষ খাই ব্যবসাতে চুরি,
ভাবি না খোদার চোখ সমগ্র জুড়ি।
সকলে আমরা জানি দোযখে কি শাস্তি ,
কাঁদিনা তার কাছে ভুল বুঝে অবশেষে
আসবে কি করে মনে স্বস্তি।
কেনই নেবে প্রভু তরী পার করি।
কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী
মরতে হবে যেনেও,
না জানার ভান করি
না বোঝার মত চলি।
সকলে আমরা জানি জান্নাতে কি শান্তি,
তবুও আমরা মিছে আলেয়ার পিছে পিছে
ছুটে ছুটে আনি যে ক্লান্তি ।
শুনবে কে প্রভু মোদের আহাজারি।
জুমাতে শরিক হই সুগন্ধি পোশাকে,
পরিণত হয় খোদার খাঁটি আশেকে।
অফিসেতে ঘুষ খাই ব্যবসাতে চুরি,
ভাবি না খোদার চোখ সমগ্র জুড়ি।
সকলে আমরা জানি দোযখে কি শাস্তি ,
কাঁদিনা তার কাছে ভুল বুঝে অবশেষে
আসবে কি করে মনে স্বস্তি।
কেনই নেবে প্রভু তরী পার করি।
কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী
আশা করি আপনারা আপনাদের প্রিয় “আমরা মানুষ কেন এমন মরতে হবে যেনেও” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স