আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “ছেড়ে দাও অন্যায় অনাচার” এর লিরিক্স দেওয়া হলো।
ছেড়ে দাও অন্যায় অনাচার - ইসলামী সঙ্গীত লিরিক্স
ছেড়ে দাও অন্যায় অনাচার
ভুলে যাও জীবনের যত ভুল
ফিরে এসো সত্যের নতুন পথে
কোরানের পথ শুধু নির্ভুল ॥
মানুষে মানুষে কেন বিভেদ আছি
কেউ বা মুনাফিক কেউ বা গাজি।
কেউ গেছে শহীদের বেশে পরপার
কেউ আজও খোঁজে ফেরে নরকের দ্বার।
ছাড়লে খোদার পথ হবেই পতন
লগ্ন ফুরাবে ভুল হবে না শোধন।
দু'চোখে আসবে ছেয়ে যখনি আঁধার
মনে হবে ফিরে চলি যে পথ খোদার।
ভুলে যাও জীবনের যত ভুল
ফিরে এসো সত্যের নতুন পথে
কোরানের পথ শুধু নির্ভুল ॥
মানুষে মানুষে কেন বিভেদ আছি
কেউ বা মুনাফিক কেউ বা গাজি।
কেউ গেছে শহীদের বেশে পরপার
কেউ আজও খোঁজে ফেরে নরকের দ্বার।
ছাড়লে খোদার পথ হবেই পতন
লগ্ন ফুরাবে ভুল হবে না শোধন।
দু'চোখে আসবে ছেয়ে যখনি আঁধার
মনে হবে ফিরে চলি যে পথ খোদার।
কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
এলবামঃ চেতনা,
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
আশা করি আপনারা আপনাদের প্রিয় “ছেড়ে দাও অন্যায় অনাচার” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স