সব গান জানি প্রভু শেষ হয়ে যায় - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “সব গান জানি প্রভু শেষ হয়ে যায়” এর লিরিক্স দেওয়া হলো।

সব গান জানি প্রভু শেষ হয়ে যায় - লিরিক্স

সব গান জানি প্রভু শেষ হয়ে যায় - ইসলামী সঙ্গীত লিরিক্স

সব গান জানি প্রভু শেষ হয়ে যায়
সব সুর জানি একদিন থেমে যায়
শুধু তোমারই নাম প্রভু তোমারই নাম
চিরদিন অমলিন রয়ে যায়।।
আকাশের নীলিমায় এতো যে তারার মেলা
সবুজের প্রান্তরে বাতাসের তান তোলে
প্রজাপতি করে খেলা
ঐ ঝর্ণাধারা আর সাগর নদীর জল
ছুটে যায় কোন অজানায়।।
পৃথিবীতে এতো রূপ এ্তো যে রঙের বাহার
এতো ফুল ফুটাফুটি এতো ভালোবাসাবাসি
অবশেষে থাকে না আর
এই সবুজ স্বপ্নগুলো ধুলায় ধুসর হয়
জীবনের শেষ মোহনায়।।

এলব্যামঃ সুরে বাঁধা প্রান
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
শিল্পীঃ মতিউর রহমান খালেদ, সুমন আজিজ, ইউসুফ বকুল

আশা করি আপনারা আপনাদের প্রিয় সব গান জানি প্রভু শেষ হয়ে যায় লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন