আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “যত পারো খাটো কুলীগিরি করো” এর লিরিক্স দেওয়া হলো।
যত পারো খাটো কুলীগিরি করো - ইসলামী সঙ্গীত লিরিক্স
যত পারো খাটো কুলীগিরি করো
ভিক্ষা করোনা ভাই
রুজী রোজগারে ভিক্ষার চেয়ে
হীন পেশা আর নাই।।
কারো আমানত করোনা নষ্ট
মানুষের মনে দিয়োনা কষ্ট
সকলের হিতে হৃদয় তোমার
উন্মুখ হওয়া চাই।।
কাজকেই তুমি করণীয় ভেবে
যেয়ো সদা কাজ করে
খোদার রহমে জীবন তোমার
সুষমায় যাবে ভরে।।
করোনা দুরাশা হয়োনা নিরাশ
নিয়োনা ঋণের বোঝা নাগপাশে
যা আছে নিজের তাই নিয়ে থেকো
তুষ্ট সর্বদাই।।
-সাবির আহমেদ চৌধুরী-
ভিক্ষা করোনা ভাই
রুজী রোজগারে ভিক্ষার চেয়ে
হীন পেশা আর নাই।।
কারো আমানত করোনা নষ্ট
মানুষের মনে দিয়োনা কষ্ট
সকলের হিতে হৃদয় তোমার
উন্মুখ হওয়া চাই।।
কাজকেই তুমি করণীয় ভেবে
যেয়ো সদা কাজ করে
খোদার রহমে জীবন তোমার
সুষমায় যাবে ভরে।।
করোনা দুরাশা হয়োনা নিরাশ
নিয়োনা ঋণের বোঝা নাগপাশে
যা আছে নিজের তাই নিয়ে থেকো
তুষ্ট সর্বদাই।।
-সাবির আহমেদ চৌধুরী-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “যত পারো খাটো কুলীগিরি করো” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স