আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “ওগো রাসুল প্রিয় রাসুল প্রানের রাসুল” এর লিরিক্স দেওয়া হলো।
ওগো রাসুল প্রিয় রাসুল প্রানের রাসুল - ইসলামী সঙ্গীত লিরিক্স
ওগো রাসুল প্রিয় রাসুল প্রানের রাসুল
তোমার জন্যে এ বিশ্বে মোরা
আলো পেয়েছি, পেয়েছি কুল।।
তোমারই জন্যে এ বিশ্ব থেকে দূর হলো যত পাপ অনাচার
তোমারই জন্যে হেদায়েত পেল যত ভ্রষ্ট পাপী দুরাচার,
তোমার সাথে যাদের ছিল আড়ি
একদিন তাদেরও ভেঙ্গে ছিল ভুল।।
তোমারই সে পথে চলতে গিয়ে দেখি সামনে বাধার পাহাড়,
বাধার পাহাড় দলে সঠিক পথে চলে তবু পার হই পারাবার,
তোমারই সে পথে থাকবোনা অটুট
না না নড়বোনা নড়বো না এক চুল।।
- আবুল হোসাইন মাহমুদ-
তোমার জন্যে এ বিশ্বে মোরা
আলো পেয়েছি, পেয়েছি কুল।।
তোমারই জন্যে এ বিশ্ব থেকে দূর হলো যত পাপ অনাচার
তোমারই জন্যে হেদায়েত পেল যত ভ্রষ্ট পাপী দুরাচার,
তোমার সাথে যাদের ছিল আড়ি
একদিন তাদেরও ভেঙ্গে ছিল ভুল।।
তোমারই সে পথে চলতে গিয়ে দেখি সামনে বাধার পাহাড়,
বাধার পাহাড় দলে সঠিক পথে চলে তবু পার হই পারাবার,
তোমারই সে পথে থাকবোনা অটুট
না না নড়বোনা নড়বো না এক চুল।।
- আবুল হোসাইন মাহমুদ-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “ওগো রাসুল প্রিয় রাসুল প্রানের রাসুল” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স