আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “সব প্রশংসা তোমার আল্লা” এর লিরিক্স দেওয়া হলো।
সব প্রশংসা তোমার আল্লা - ইসলামী সঙ্গীত লিরিক্স
সব প্রশংসা তোমার আল্লা
প্রভু তুমি নিখিলের
তুমি রহমান, তুমি যে রহিম
কাজী রোজ হাশরের।।
তোমার দয়ায় এই জিন্দেগী
তব এবাদত করি বন্দেগী
চাইনা কখনো তব কৃপা ছাড়া
কৃপা আর অন্যের।।
সহজ সরল দিয়েছো তোমার
যে পথের সন্ধান
সে পথ দেখাও আমাদের শুধু
ওগো মহা মহীয়ান।।
অবাধ্য যারা, পাপী বুজদীল
তাদের মিছিলে করোনা সামিল
এই মোনাজাত করিয়ো কবুল
হে পালক সকলের।।
- সাবির আহমেদ চৌধুরী-
প্রভু তুমি নিখিলের
তুমি রহমান, তুমি যে রহিম
কাজী রোজ হাশরের।।
তোমার দয়ায় এই জিন্দেগী
তব এবাদত করি বন্দেগী
চাইনা কখনো তব কৃপা ছাড়া
কৃপা আর অন্যের।।
সহজ সরল দিয়েছো তোমার
যে পথের সন্ধান
সে পথ দেখাও আমাদের শুধু
ওগো মহা মহীয়ান।।
অবাধ্য যারা, পাপী বুজদীল
তাদের মিছিলে করোনা সামিল
এই মোনাজাত করিয়ো কবুল
হে পালক সকলের।।
- সাবির আহমেদ চৌধুরী-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “সব প্রশংসা তোমার আল্লা” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স