আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “টিক টিক টিক টিক” এর লিরিক্স দেওয়া হলো।
টিক টিক টিক টিক - ইসলামী সঙ্গীত লিরিক্স
টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ।।
ঝকঝক ফকফক করে যদ্দিন ঘড়ি চেহারা
তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ দারেরা
সময় মত সময় দিলে সব খানে বিরাজে ।।
চকচক তকতক জীবন ঘড়ি করে যতদিন
দাম খাকে তার সবার কাছে বদ্ধু তত দিন
মনের মধুরি মিশিয়ে সাজায় নানান সাজে ।।
হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল অর্থ খুজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে ।
যায় যায় যায় যায় দিন চলে যায় কোরান পড়লাম না
কত নোভেল পড়লাম নাটক পড়লাম হাদিস ধরলাম না
সত্যি কারের খাটি মুমিন মুসলিম হলাম না যে ।।
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ।।
ঝকঝক ফকফক করে যদ্দিন ঘড়ি চেহারা
তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ দারেরা
সময় মত সময় দিলে সব খানে বিরাজে ।।
চকচক তকতক জীবন ঘড়ি করে যতদিন
দাম খাকে তার সবার কাছে বদ্ধু তত দিন
মনের মধুরি মিশিয়ে সাজায় নানান সাজে ।।
হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল অর্থ খুজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে ।
যায় যায় যায় যায় দিন চলে যায় কোরান পড়লাম না
কত নোভেল পড়লাম নাটক পড়লাম হাদিস ধরলাম না
সত্যি কারের খাটি মুমিন মুসলিম হলাম না যে ।।
আশা করি আপনারা আপনাদের প্রিয় “টিক টিক টিক টিক” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স