আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “জেগে ওঠ মর্দে মুমিন” এর লিরিক্স দেওয়া হলো।
জেগে ওঠ মর্দে মুমিন - ইসলামী সঙ্গীত লিরিক্স
জেগে ওঠ মর্দে মুমিন
আল্লাহ তা'লার বীর সিপাহী
ছুটে চল সব গোলামীর
শিকল ভাঙ্গার গজল গাহী।।
শোন ঐ চারিদিকেতে মানবতার আহাজারী
বুকে তার আঘাত হেনে
নামারে ধূলায় টেনে
মুছে ফেল চিহ্ন তাদের
রে তৌহিদের ঝান্ডাবাহী।।
দুনিয়া দে ভরে আজ মানবতার জয়গানে ফের
খেলুক হাসির লহর অধরে সব মজলুমানের
জ্বেলে দে করানী নূর
হয়ে যাক গোমরাহী দূর
মিটে যাক রৌশনীতে তার
সব বাতিলের কুল সিয়াহী
- মুহাম্মদ রূহুল আমীন খান-
আল্লাহ তা'লার বীর সিপাহী
ছুটে চল সব গোলামীর
শিকল ভাঙ্গার গজল গাহী।।
শোন ঐ চারিদিকেতে মানবতার আহাজারী
বুকে তার আঘাত হেনে
নামারে ধূলায় টেনে
মুছে ফেল চিহ্ন তাদের
রে তৌহিদের ঝান্ডাবাহী।।
দুনিয়া দে ভরে আজ মানবতার জয়গানে ফের
খেলুক হাসির লহর অধরে সব মজলুমানের
জ্বেলে দে করানী নূর
হয়ে যাক গোমরাহী দূর
মিটে যাক রৌশনীতে তার
সব বাতিলের কুল সিয়াহী
- মুহাম্মদ রূহুল আমীন খান-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “জেগে ওঠ মর্দে মুমিন” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স