আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “ধুমকেতু উঠে যা শয্যা ছেড়ে উঠে যা” এর লিরিক্স দেওয়া হলো।
ধুমকেতু উঠে যা শয্যা ছেড়ে উঠে যা - ইসলামী সঙ্গীত লিরিক্স
ধুমকেতু উঠে যা শয্যা ছেড়ে উঠে যা
তোরে যেন কোনদিন কেউ টলাতে পারেনা।।
তোর পৃথিবী কেন মেঘে মেঘে গেল বল
চারিদিকে এ বিপত্তি তোর জীবন যে হয় অচল
কেন তবু বদ্ধ ঘরে মূঢ় হয়ে রইবি তুই
কেন রে তুই অগ্নি শিখা হয়ে আরো জ্বলবিনা।।
সত্য দিয়ে সত্যটারে নে ওরে নে চিনে
মিথ্যারে তুই যেন কভু নরম হাতে ছাড়বিনে
কেনরে তুই শুভকাজে শহীদ হয়ে মরবিনা
কেনরে তুই অগ্নিশিখা হয়ে আরো জ্বলবিনা।।
-চৌধুরী গোলাম মাওলা
তোরে যেন কোনদিন কেউ টলাতে পারেনা।।
তোর পৃথিবী কেন মেঘে মেঘে গেল বল
চারিদিকে এ বিপত্তি তোর জীবন যে হয় অচল
কেন তবু বদ্ধ ঘরে মূঢ় হয়ে রইবি তুই
কেন রে তুই অগ্নি শিখা হয়ে আরো জ্বলবিনা।।
সত্য দিয়ে সত্যটারে নে ওরে নে চিনে
মিথ্যারে তুই যেন কভু নরম হাতে ছাড়বিনে
কেনরে তুই শুভকাজে শহীদ হয়ে মরবিনা
কেনরে তুই অগ্নিশিখা হয়ে আরো জ্বলবিনা।।
-চৌধুরী গোলাম মাওলা
আশা করি আপনারা আপনাদের প্রিয় “ধুমকেতু উঠে যা শয্যা ছেড়ে উঠে যা” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স