আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “এ তোমার হৃদয় ভরা আকুল করা জন্মভূমি” এর লিরিক্স দেওয়া হলো।
এ তোমার হৃদয় ভরা আকুল করা জন্মভূমি - ইসলামী সঙ্গীত লিরিক্স
এ তোমার হৃদয় ভরা আকুল করা জন্মভূমি
এ আমার স্বপ্ন সুনীল ভালবাসার পূণ্যভূমি।।
এখনো সাত সকালে কোকিল ডাকে
শালিক আর পায়রাগুলো যায় উড়ে যায় অনেক দূরে
লাঙ্গল কাঁধে ছুটে চাষী
তুলে সুর মনমাঝি
দাঁড় টেনে যায় আপন মনে।।
বিকেলের মিষ্টিরোদে খেলার মাঠে
কানামাছি দাড়িয়া বান্ধা, লুকোচুরি ওঠে মেতে
সূর্য্য পাটে গেলে মিনারে আজান হ'লে
যায় ফিরে সব আপন ঘরে।।
-চৌধুরী আব্দুল হালিম-
এ আমার স্বপ্ন সুনীল ভালবাসার পূণ্যভূমি।।
এখনো সাত সকালে কোকিল ডাকে
শালিক আর পায়রাগুলো যায় উড়ে যায় অনেক দূরে
লাঙ্গল কাঁধে ছুটে চাষী
তুলে সুর মনমাঝি
দাঁড় টেনে যায় আপন মনে।।
বিকেলের মিষ্টিরোদে খেলার মাঠে
কানামাছি দাড়িয়া বান্ধা, লুকোচুরি ওঠে মেতে
সূর্য্য পাটে গেলে মিনারে আজান হ'লে
যায় ফিরে সব আপন ঘরে।।
-চৌধুরী আব্দুল হালিম-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “এ তোমার হৃদয় ভরা আকুল করা জন্মভূমি” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স