আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “মুসলিম আমার নাম” এর লিরিক্স দেওয়া হলো।
মুসলিম আমার নাম - ইসলামী সঙ্গীত লিরিক্স
চীন আরব হিন্দুস্থান, নিখিল ধরাধাম
জানে আমায়, চেনে আমার, মুসলিম আমার নাম।।
অন্ধকারে আজান দিয়ে ভাংলো ঘুমঘোর,
আলোর অধিক চাঁদ এনেছি, রাত করেছি ভোর,
এক সমান করেছি ভেঙ্গে উচ্চ- নীচ তামাম।।
চেনে মোরে সাহারা গোবি দুর্গম পর্বত,
মন্থন করেছি সাগর নহর সিন্ধু হ্রদ,
বয়েছি আফ্রিকা ইউরোপে আমারই তাঞ্জাম।।
পাক মুলুকে বসিয়েছি সোনার মসজিদ,
জগৎ শত্রু পাপীদেরকে পিইয়েছি তৌহিদ;
বিরান - বনে রচেছি যে হাজার নগর গ্রাম।।
জানে আমায়, চেনে আমার, মুসলিম আমার নাম।।
অন্ধকারে আজান দিয়ে ভাংলো ঘুমঘোর,
আলোর অধিক চাঁদ এনেছি, রাত করেছি ভোর,
এক সমান করেছি ভেঙ্গে উচ্চ- নীচ তামাম।।
চেনে মোরে সাহারা গোবি দুর্গম পর্বত,
মন্থন করেছি সাগর নহর সিন্ধু হ্রদ,
বয়েছি আফ্রিকা ইউরোপে আমারই তাঞ্জাম।।
পাক মুলুকে বসিয়েছি সোনার মসজিদ,
জগৎ শত্রু পাপীদেরকে পিইয়েছি তৌহিদ;
বিরান - বনে রচেছি যে হাজার নগর গ্রাম।।
-কাজী নজরুল ইসলাম-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “মুসলিম আমার নাম” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স