আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “বেকায়দায়- লেডিস ফাস্ট” এর লিরিক্স দেওয়া হলো।
বেকায়দায়- লেডিস ফাস্ট - ইসলামী সঙ্গীত লিরিক্স
ডাইনে বায়ে দেখতে মানা
সামনে পিছে চলতেও মানা
পড়িয়া গেলাম বেকায়দায়...।।
শার্ট পড়িয়া প্যান্ট পড়িয়া
মাইয়ারা ভাই পুলা হয়
হাতে চুড়ি কানের দোলে
পুলারাও পিছে নয়
কোনটা পুলা কোনটা মাইয়া
চেনা হয়গো ভিসন দায়...।।
ভার্সিটি কলেজে গেলে
চাইয়া দেখি গাছ তলায়
বৃত্ত হইয়া পুলা মাইয়া
একই সাথে প্রেম খেলায়
পুলা মাইয়ার ঢং দেখিয়া
ইবলিশে হার মাইনা যায়...।।
লাজ শরমের মাথা খাইয়া
মাইয়ারা শপিং এ যায়
গলাতে গামছা ঝুলাইয়া
পুরুষ পুরুষ ভাব দেখায়
আল্লায় জানে সামনে কি হয়
লেডিস ফাস্টের দুনিয়ায়...।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
সামনে পিছে চলতেও মানা
পড়িয়া গেলাম বেকায়দায়...।।
শার্ট পড়িয়া প্যান্ট পড়িয়া
মাইয়ারা ভাই পুলা হয়
হাতে চুড়ি কানের দোলে
পুলারাও পিছে নয়
কোনটা পুলা কোনটা মাইয়া
চেনা হয়গো ভিসন দায়...।।
ভার্সিটি কলেজে গেলে
চাইয়া দেখি গাছ তলায়
বৃত্ত হইয়া পুলা মাইয়া
একই সাথে প্রেম খেলায়
পুলা মাইয়ার ঢং দেখিয়া
ইবলিশে হার মাইনা যায়...।।
লাজ শরমের মাথা খাইয়া
মাইয়ারা শপিং এ যায়
গলাতে গামছা ঝুলাইয়া
পুরুষ পুরুষ ভাব দেখায়
আল্লায় জানে সামনে কি হয়
লেডিস ফাস্টের দুনিয়ায়...।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আশা করি আপনারা আপনাদের প্রিয় “বেকায়দায়- লেডিস ফাস্ট” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স