আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “ভাইরে সুখ পাবেনা দুখ যাবে না” এর লিরিক্স দেওয়া হলো।
ভাইরে সুখ পাবেনা দুখ যাবে না - ইসলামী সঙ্গীত লিরিক্স
ভাইরে সুখ পাবে না দুখ যাবে না
কোন কালে
আল কোরানের রাষ্ট্র সমাজ
কায়েম না হলে
(ভাইরে) খোদার দেয়া জীবন বিধান
কায়েম না হলে।।
ওরে সৃষ্টি সবই স্রষ্টারই আইন
পালন করে তাই ( দেখরে সবাই)
গ্রহ থেকে গ্রহান্তরে
ছায়া পথে কক্ষ পথে
নাই গোলযোগ নাই
সেরা জীব আমরা মানুষ
তবু কেন হয় না রে হুঁশ
বিশৃংখলা শুধু মনগড়া ঐ মতবাদে।।
সারা দুনিয়া যাহার
হুকুমাত চলবে তাহার
খোদারই বিধান ছাড়া শান্তি পাবে না
খোদারই বিধান ছাড়া মুক্তি পাবে না
(হায় রে) বাতিল রাজ্যের শাসন এখন
চলছে দুনিয়ায় ( দেখরে সবাই)
জালিমের অত্যাচারে
অসহায় হাহাকারে
বাঁচার নাই উপায়
সেরা জীব আমরা মানুষ
তবু কেন হয় না রে হুঁশ
বিশৃংখলা শুধু মনগড়া ওই মতবাদে।।
- আবুল কাশেম-
কোন কালে
আল কোরানের রাষ্ট্র সমাজ
কায়েম না হলে
(ভাইরে) খোদার দেয়া জীবন বিধান
কায়েম না হলে।।
ওরে সৃষ্টি সবই স্রষ্টারই আইন
পালন করে তাই ( দেখরে সবাই)
গ্রহ থেকে গ্রহান্তরে
ছায়া পথে কক্ষ পথে
নাই গোলযোগ নাই
সেরা জীব আমরা মানুষ
তবু কেন হয় না রে হুঁশ
বিশৃংখলা শুধু মনগড়া ঐ মতবাদে।।
সারা দুনিয়া যাহার
হুকুমাত চলবে তাহার
খোদারই বিধান ছাড়া শান্তি পাবে না
খোদারই বিধান ছাড়া মুক্তি পাবে না
(হায় রে) বাতিল রাজ্যের শাসন এখন
চলছে দুনিয়ায় ( দেখরে সবাই)
জালিমের অত্যাচারে
অসহায় হাহাকারে
বাঁচার নাই উপায়
সেরা জীব আমরা মানুষ
তবু কেন হয় না রে হুঁশ
বিশৃংখলা শুধু মনগড়া ওই মতবাদে।।
- আবুল কাশেম-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “ভাইরে সুখ পাবেনা দুখ যাবে না” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স