আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “তোরা যারে মরণ বলিস” এর লিরিক্স দেওয়া হলো।
তোরা যারে মরণ বলিস - ইসলামী সঙ্গীত লিরিক্স
তোরা যারে মরণ বলিস
মরণ সেতো নয়
ঐ মরণে সাঁঝের বেলায়
আরেক সূর্যদয়।।
সেই সূর্যের রশ্মির ছটায়
গাফেল দিলের চোখ খুলে যায়
কবর হাশর সকল খানে
আলোয় আলোকময়।।
এই জীবন শেষ হলে যে আরেক জীবন শুরু
মরুদ্যানের পাবে দেখা পার হলে এ মরু।
মরণ দুয়ার খুলবে যখন
আরেক জগত দেখবে তখন
সেই জগতে যেতে করো
পূণ্যের সঞ্চয়।।
-ডাঃ মোর্শেদ আলী-
মরণ সেতো নয়
ঐ মরণে সাঁঝের বেলায়
আরেক সূর্যদয়।।
সেই সূর্যের রশ্মির ছটায়
গাফেল দিলের চোখ খুলে যায়
কবর হাশর সকল খানে
আলোয় আলোকময়।।
এই জীবন শেষ হলে যে আরেক জীবন শুরু
মরুদ্যানের পাবে দেখা পার হলে এ মরু।
মরণ দুয়ার খুলবে যখন
আরেক জগত দেখবে তখন
সেই জগতে যেতে করো
পূণ্যের সঞ্চয়।।
-ডাঃ মোর্শেদ আলী-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “তোরা যারে মরণ বলিস” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স